Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঢাকা ছাড়ছে মানুষ, আজ চলবে ৬৯ ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৩:৫১ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৭

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় – ছবি : সারাবাংলা

ঢাকা: ঘনিয়ে আসছে ঈদ। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবিরা। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ছিলো ঘরমুখো মানুষের ভীড়। আজ ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে।

বুধবার (২৬ মার্চ) কমলাপুল রেলস্টেশনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ ঈদযাত্রার তৃতীয় দিন। এদিন সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে আসতে দেরি করায় ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রীসেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্টেশনের শুরু থেকে গন্তব্যে ট্রেনে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে যাত্রীদের টিকিট চেকিং করা হচ্ছে।

ভেরিফিকেশনের মাধ্যমে যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে – ছবি : সারাবাংলা

এদিকে, এদিন সকালে স্টেশন এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ।

যাত্রীরা বলছেন, নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন তারা। রংপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রী নাসরিন বলেন, প্রতিবছর যে ভোগান্তি শুরু হয়, এবার বেশ স্বস্তি। তিনি বলেন, বাচ্চাদের নিয়ে তিনি আগে যাবেন গ্রামের বাড়িতে। তার স্বামী আসবেন দুই দিন পরে। রাজশাহী গন্তব্যে যাওয়া যাত্রী মোশাররফ হোসেনও বলেন, অন্যান্য বছরগুলোর চেয়ে এবার ট্রেনে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক।

বিজ্ঞাপন

এদিকে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ – ছবি : সারাবাংলা

এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

সারাবাংলা/জেআর/আরএস

ঈদে ট্রেনে ঘরমুখী মানুষের যাত্রা

বিজ্ঞাপন

প্রশিক্ষণ দিলেন মিলা
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৩

একসঙ্গে ১৫ নাটক
২৯ মার্চ ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর