Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চের ২৪ দিনেই রেমিট্যান্সে রেকর্ড, এসেছে ২৭৫ কোটি ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৬:৫৭

রেমিট্যান্স। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মার্চের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ প্রথমবারের মতো ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রিম করবে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীরা দেশে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার অর্থপাচাররোধে কঠোর অবস্থান নিয়েছেন। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এ ছাড়া পবিত্র রমজান মাস চলছে। আসছে খুশির ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে প্রবাসীরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। এসব কারণে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

এদিকে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডলারের দাম বেশ কয়েক মাস ধরেই ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে।

চলতি অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৭ দশমিক ৭০ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৬২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

অর্থবছরভিত্তিক রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-নভেম্ব‌র) ১ হাজার ৩৫৫ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছে দুই হাজার ৩৯১ কোটি বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার, ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান।

এছাড়াও ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে এক হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স

২০২৪ সালে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে প্রবাসীরা ২ হাজার ১৯২ কোটি(২১ দশমিক ৯২ বিলিয়ন)ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২২ সালে দুই হাজার ১২৭ কোটি ডলার বা ২১ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২১ সালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ দুই হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান।

অন্যদিকে ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।

সারাবাংলা/জিএস/পিটিএম

রেকর্ড রেমিট্যান্স সর্বোচ্চ

বিজ্ঞাপন

প্রশিক্ষণ দিলেন মিলা
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৩

একসঙ্গে ১৫ নাটক
২৯ মার্চ ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর