বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান তৃতীয়
২৬ মার্চ ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২২:১৮
ঢাকা: পর পর দুইদিন বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লির নাম। একইভাবে গত দুইদিন ধরে বায়ুদূষণে তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৬ মার্চ) ২৩৮ স্কোর নিয়ে দিল্লির অবস্থান এক নম্বরে। ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৯৮ স্কোর নিয়ে ঢাকার অবস্থান আজও তৃতীয়। অর্থাৎ এই তিন শহরেরই বায়ু খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এ ছাড়া বায়ুদূষণের তালিকায় চতুর্থ স্থানে নেপালের কাঠমুন্ডুর স্কোর ১৮৫। আর তালিকায় ১৮১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানআইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
জানা যায়, বাংলাদেশে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩) দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, এই বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
এই ঝুঁকি থেকে আইকিউএয়ার বায়ুদূষণ নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে, বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও সুপারিশ করে থাকে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। টানা কয়েক মাস ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।
সারাবাংলা/জেআর/পিটিএম