Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে ডিমলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২৩:০৫

ডিমলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

নীলফামারী: ২৪ ঘণ্টার মধ্যে ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুহুল মোছাদ্দেককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলার বিজয় চত্বরে ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

নীলফামারীর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের মুখপাত্র ও ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোসাহেদুল ইসলাম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর জেলার যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির প্রমুখ।

মানববন্ধন থেকে নীলফামারীর ডিমলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. রহুল মোছাদ্দেকের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে তার অপসারণের দাবি তোলা হয়।

সারাবাংলা/পিটিএম

অপসারণ দাবি খাদ্য নিয়ন্ত্রক ডিমলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর