Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার সোনাসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ২০:৪৫ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২২:২৬

৩ কেজি ৬ গ্রাম ওজনের ৩০টি ছোট-বড় সোনার বারসহ আটক আফসার আলী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তের ছয়ঘরিয়া থেকে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ৩০টি ছোট-বড় অবৈধ সোনার বারসহ আফসার আলী (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। তার কাছে পাওয়া সোনার বারগুলোর বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশ থেকে তাকে সোনারবারসহ আটক করা হয়। আটক আফসার আলী উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত কালো রঙের একটি ডিসকভার মোটরসাইকেল, দু’টি মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান এদিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানা এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সোনার একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে অবস্থান নেয়।

তিনি আরও জানান, এর পর আনুমানিক বিকেল ৪টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে আটক করে। পরে আটক ব্যক্তির শরীর তল্লাশি করে তার কোমরে বাধা একটি লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে আনুমানিক ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট-বড় ১৬টি সোনার বার এবং ১৪টি ছোট টুকরা জব্দ করা হয়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা ও জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে জানান নাজমুল হাসান।

সারাবাংলা/পিটিএম

আটক চুয়াডাঙ্গা টপ নিউজ সীমান্তে সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর