নেই যানজট, উত্তরের ঈদযাত্রায় স্বস্তি
২৭ মার্চ ২০২৫ ২১:৩২ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১০:২৭
সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কের ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও এই মহাসড়কে কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। এখন পর্যন্ত এই মহাসড়কে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে দেখা যায়নি।
সিরাজগঞ্জ লাইন বাসের চালক হাফিজুর রহমান বাবু বলেন, ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) থেকেই মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তবে গত দুইদিনের চেয়ে আজকে অফিস আদালত ছুটি হওয়ার কারণে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে জানান তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, গত দুইদিনের চেয়ে আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদের সময় যতো এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও ততো বাড়তে থাকবে।
ওসি বলেন, এবারের ঈদ যাত্রায় আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি কোনো দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরবে মানুষ।
সারাবাংলা/এইচআই