Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ২১:৫১ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১০:২৭

মরদেহ। প্রতীকী ছবি

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ ইউরোপের ফ্রান্স থেকে সাত মাস পূর্বে স্থায়ীভাবে দেশে ফিরেন। বাড়িতে আসার পর থেকে পরিবারের সঙ্গে ঝামেলা-বিরোধ সৃষ্টি হয়। প্রায় সময় বাবার সঙ্গে বাকবিতণ্ডা হতো।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার সঙ্গে ছেলে সুলতান আহমদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ছেলেকে আটক করে নিয়ে যায়।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা সারাবাংলাকে বলেন, বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্বের জের ধরে ঘটনার সময় তর্কাতর্কি হয়। এরপরই তাকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে তিনি মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারবারিক সূত্রে জানা যায়, প্রবাস ফেরত সুলতান আহমদের দীর্ঘদিন থেকে মানসিক সমস্যা রয়েছে। যে কারণে এমন নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে।

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা খুন নিহত বাবাকে খুন সিলেট হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর