Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিন্নমূল মানুষদের নিজ হাতে ইফতার দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ২২:২৭

শতাধিক ভাসমান মানুষদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

ঢাকা: সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ শহরে শতাধিক ভাসমান মানুষদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাস মাসদাইর কেন্দ্রীয় মসজিদ, মাদরাসা ও কবরস্থান এলাকায় ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে ইফতার বিতরণ করে উপস্থিত সবার নজর কারেন জেলার এই অভিভাবক। তার এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে ক্ষণিকের জন্য হলেও আনন্দ এনে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন ডিসি জাহিদুল ইসলামের ভুয়সী প্রশংসা করে বলেন, আমার চাকুরিকালে অনেক জেলা প্রশাসককে দেখেছি নারায়ণগঞ্জে। কিন্তু এই প্রথম দেখলাম একজন ডিসি প্রতিটি ছিন্নমূল মানুষকে নিজের হাতে ইফতার দিলেন। একজন দুইজনকে ইফতার দেওয়ার নামে ফটোশট করলেন না উনি। শুধু তাই না, উনি দেখলাম চেষ্টা করলেন সবাইকে আগে সালাম দিতে।

সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আনোয়ার হোসেন বলেন, আমার কাছে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে অন্যান্য ডিসির চেয়ে একটু আলাদাই মনে হয়েছে। তার আচরণ দেখে মনেই হয়নি উনি এতো বড় একজন সরকারি কর্মকর্তা। উনি উঁচুনিচু সবাইকে সম্মান দিয়ে কথা বললেন, আরও যোগ করেন মুফতী আনোয়ার হোসেন।

সুবিধাবঞ্চিত মানুষগুলো জেলা প্রশাসকের হাত থেকে খাবার পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া করেন।

প্রতিটি ইফতার প্যাকেটে পর্যাপ্ত পরিমাণে খাসির তেহারি ছিল, যাতে একজন রোজাদার তৃপ্তি সহকারে খেতে পারেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলার এনডিসি মোহাম্মদ তামসীদ ইরাম খানসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইফতার বিতরণ ছিন্নমূল মানুষ ডিসি নারায়ণগঞ্জ মানবিক জেলা প্রশাসক মানবিক ডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর