‘পহেলা বৈশাখের আয়োজন থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সবকিছু বাদ দিতে হবে’
২৭ মার্চ ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১০:২৭
ঢাকা: পহেলা বৈশাখ কেন্দ্রিক আয়োজনের নাম এবং ইসলামের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক সব কিছুকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ‘বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব সাল গণনাসংক্রান্ত একটা উৎসব। গ্রামবাংলায় এর আয়োজনে নিজস্ব ও ঐতিহ্যবাহী একটা রীতি বিরাজমান ছিল। তাতে আমাদের প্রাণ ও প্রকৃতির ছোঁয়া লক্ষ্য করা যেত। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলিম বিশ্বাসবিরোধী সংস্কৃতির বিস্তার ঘটানোর অপচেষ্টা হয়েছে। বিশেষ করে পতিত স্বৈরাচারের আমলে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যেভাবে কলকাতার উচ্চবর্ণীয় হিন্দু সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে, তা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করেছে।’
গাজী আতাউর রহমান বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছিল তিনি পতিত স্বৈরাচারের চর্চিত রীতি থেকে সরে আসবেন। কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, এর নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ই রাখা হয়েছে। যা স্পষ্টত মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আন্দোলন মনে করে দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত করে কোনো উৎসবকে সর্বজনীন করা যায় না।’’
তিনি বলেন, ‘দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে স্বৈরাচারের আসকারাপ্রাপ্ত সাংস্কৃতিক লড়াই যদি অভ্যুত্থান পববর্তী অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখে তাহলে জনগণ হতাশ হবে এবং এর পরিণতি ভালো কিছু হবে না। তাই পহেলা বৈশাখকেন্দ্রিক আয়োজনের নাম এবং আয়োজন থেকে ইসলামের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক— এমন সবকিছুকে বাদ দিতে হবে।’
সারাবাংলা/এজেড/পিটিএম