Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
নিজেদের মধ্যেই জুয়া খেলেন কলকাতার ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫ ১০:১৪

কলকাতা নাইট রাইডার্স দল

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিং যেন এক আতংকের নাম। বিশ্বজুড়ে চলা বিভিন্ন লিগে হরহামেশাই ওঠে ফিক্সিং বিতর্ক। আইপিএলও এর ব্যতিক্রম নয়। এবার আইপিএল চলার মাঝে চমক জাগানিয়া তথ্য দিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রমনদীপ সিং। রমনদীপ বলছেন, ড্রেসিংরুমে কলকাতার সতীর্থরা মিলেই জুয়া খেলেন!

কিন্তু সেই জুয়া আসলে কী নিয়ে? যেমনটা ভাবছেন তেমনটা আসলে নয়। রমনদীপদের এই জুয়া আসলে আইপিএল নিয়ে ধরা হয় না। সাধারণত ফিফা ও পোকার নিয়েই বাজি ধরেন তারা।

বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো কলকাতার হয়ে খেলছেন রমনদীপ। এবার তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা। গত মৌসুমে তার সতীর্থ ছিলেন শ্রেয়াস আইয়ার, নিতিশ রানারা। সেবার নিজেদের মাঝে বাজি ধরার ঘটনাই স্মৃতিচারণ করেছেন তিনি। শ্রেয়াস ও নিতিশ কেউই এবারের মৌসুমে কলকাতার হয়ে খেলছেন না।

এক পডকাস্টে রমনদীপ বলেছেন, অনলাইনের বিভিন্ন খেলায় বাজি ধরতে পছন্দ করতেন কলকাতার ক্রিকেটাররা, ‘আমরা একে অন্যের সঙ্গে বাজি ধরি। হার জিত লেগেই থাকে। শ্রেয়াস আইয়ার অনেক ভালো ফিফা খেলে, বিবেকও। তাদের কেউ হারাতে পারে না। তাদের সঙ্গে বাজি ধরা বোকামি। আমি বৈবভ ও শ্রেয়াসের সঙ্গেই বাজি ধরতাম। নিতিশও ভালো খেলে, তার সঙ্গেও ধরতাম।’

ঠিক কত টাকার বাজি ধরতেন রমনদীপরা? তিনি বলছেন, ‘২০-২৫ হাজার রুপি থেকে কেউ কেউ ১ লাখ পর্যন্ত বাজি ধরত ফিফা ম্যাচে। পোকারে আরও বেশি বাজি লাগে। সেখানে লাখ লাখ বাজি ধরা হয়।’

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ কলকাতা নাইট রাইডার্স জুয়া

বিজ্ঞাপন

এলো খুশির ঈদ
৩১ মার্চ ২০২৫ ০৭:০০

আরো

সম্পর্কিত খবর