Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৩:২৯

যাত্রীদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের মোংলা, শরণখোলার লঞ্চ, খেয়া, ফেরি ঘাটে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌ যানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৮ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর- ২০২৫ উপলক্ষ্যে বাগেরহাটের মোংলা, শরণখোলার গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

সারাবাংলা/এনজে

কোস্ট গার্ড নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর