Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৩:০২ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:৪৮

ভূমিকম্পে ধসে পড়েছে বিল্ডিং। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার দুই জনে পৌঁছেছে।

জান্তা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পে বহু স্থাপনা ধসে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এবং হাজারো মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের কাছাকাছি অঞ্চলে। এতে নেপিদো, মান্দালে, শান রাজ্যসহ বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভূমিকম্পের পর ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি আফটারশকও আঘাত হানে, যা উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মান্দালয়ে বহু ভবন ধসে পড়েছে এবং সেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন। যন্ত্রপাতির স্বল্পতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের ভয়াবহতা বুঝতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠানো শুরু করেছে। চীন ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং আরও সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। রাশিয়া, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্লেনভর্তি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া প্রথম দফায় ২০ লাখ মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মিয়ানমারকে কিছু সহায়তা দেবে, যদিও দেশটির সামরিক সরকারের সাথে তাদের সম্পর্ক উত্তপ্ত।

ভূমিকম্পের প্রভাব প্রতিবেশি থাইল্যান্ডেও দেখা গেছে। ব্যাংককে একটি নির্মাণাধীন ৩৩ তলা ভবন ধসে পড়ে, যাতে ৯ জন নিহত ও ৪৯ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করেছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। দেশটিতে চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে উদ্ধার ও পুনর্গঠন কাজ আরও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্প মিয়ানমারের অর্থনীতিতে প্রভাব ফেলবে, কারণ দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের চেয়েও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে উদ্ধার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে ধীরগতির করে তুলেছে। অনেক জায়গায় ভবন ধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সারাবাংলা/এনজে

নিহত ভূমিকম্প মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর