Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে নৌকাডুবিতে নারী-শিশুসহ ৫ জনের প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ০২:৩১ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১০:১৭

সুনামগঞ্জ জেলা ম্যাপ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ দুই নারী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেহলী ইউনিয়নের মদনাকান্দা গ্রামের বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।

যাদের প্রাণহানি হয়েছে তারা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সনরকারের মেয়ে হাতনি গ্রামের শিশু জয়িতা সরকার (৬), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে শিশু গঙ্গাঁ রানী সরকার(৮)। অপর এক নিহত শিশুর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত সৌরভ সরকারকে (৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নৌকাডুবি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর