Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ১২০ পরিবারের ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১২:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৩:৫৯

সকালে মৌলভীপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রংপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়ার ১২০ পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

রোববার (৩০ মার্চ) সকাল ১০টায় মৌলভীপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল বাতেন।

স্থানী সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বাগপুর পূর্ব মৌলভীপাড়া গ্রামের মাওলানা আব্দুর রশীদ বাদশা ঈমাম হয়ে ২০ থেকে ৪০ জন মুসল্লিকে সঙ্গে নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন শুরু করেন। সেই ধারাবাহিকতায় তখন থেকেই তার মৃত্যুর আগ সময় পর্যন্ত এ নিয়ম চলে আসছে। ২০২২ সালে মাওলানা আব্দুর রশীদ বাদশার মৃত্যুর পর তার বড় ছেলে মাওলানা আব্দুল বাতেন বাবার শুরু করা এই প্রথা ধরে রেখেছেন। বর্তমানে মাওলানা আব্দুল বাতেন ইমাম হয়ে ১২০টি পরিবারকে সঙ্গে নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, তারা যেন সুন্দর ও সুষ্ঠভাবে নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়।

সারাবাংলা/ইআ

ঈদ উদযাপন রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর