Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৪:১৪

খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন মারা গেছেন। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা জানান, গত ২৮ শে মার্চ বিকেলে দীঘিনালা থেকে মোটর সাইকেল যোগে খাগড়াছড়ি আসার পথে পাঁচ মাইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক প্রকাশ করেন এবং তার মৃত্যুতে দলের অপুরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।

সারাবাংলা/এনজে

নিহত যুবদল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর