সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন যুবদল নেতার মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৪:১৪
৩০ মার্চ ২০২৫ ১৪:১৪
খাগড়াছড়ি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন মারা গেছেন। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা জানান, গত ২৮ শে মার্চ বিকেলে দীঘিনালা থেকে মোটর সাইকেল যোগে খাগড়াছড়ি আসার পথে পাঁচ মাইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক প্রকাশ করেন এবং তার মৃত্যুতে দলের অপুরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।
সারাবাংলা/এনজে