Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৫:১৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৮:৪৬

ছবি: সারাবাংলা

ঢাকা: চৈত্রের মাঝামাঝি সময়ে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্ম। টানা তিন দিন ধরে দেশের বিভিন্ন বিভাগ, জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কোথাও মৃদু আবার কোথাও মাঝারি তাপপ্রবাহে জনজীবন যেন ওষ্ঠাগত। এমন এক সময় এই তাপপ্রবাহ বইছে যখন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে সারা দেশে।অনেকে বাড়ি ফিরছেন আবার অনেকে শেষ মুহূ্তের কেনাকাটা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আগ্রহ রয়েছে।
রোববার (৩০ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ঢাকাসহ তিন বিভাগ এবং চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বাংলা বর্ষপুঞ্জিতে এখন মধ্য চৈত্র। স্বাভাবিকভাবে চৈত্র মাসে তীব্র গরম থাকে। চৈত্রের শুরু থেকেই একটু একটু করে গরম বাড়তে শুরু করেছে। গত ২৩ মার্চ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে গরমের তীব্রতা বাড়তে শুরু করে। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে দেশের ১৩টি জেলায় তাপপ্রবাহ শুরু হয়। শুক্রবার (২৮ মার্চ) পর্যন্ত সেটি ছড়ায় ১৫টি জেলায়। শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অফিস জানায়, যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ, মোট ৩৫টি জেলায় এখন মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বইছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে বলেও আবহাওয়া বিভাগ জানিয়েছে।

এদিকে রোববারের (৩০ মার্চ) পূর্বাভাসে বলা হয়, তাপ্রবাহের পাশাপাশি এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তবে ঈদের দ্বিতীয় দিনেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, চলতি সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দেশের ওপরে এর কোনো প্রভাব পড়বেনা।

সারাবাংলা/জেআর/এনজে

আবহাওয়া তাপপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর