আ. লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নাই: খায়রুল কবির
৩০ মার্চ ২০২৫ ২১:৫৯
নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নাই। এই অপরাধের সর্বোচ্চ বিচার হতেই হবে। যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। গায়ের জোড়ে রাষ্ট্রক্ষমতা দখল, জনগণের ওপর অত্যাচার করতে না পারে।
রোববার (৩০ মার্চ) দুপুরে নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ তাদের পত্রপাঠ বিদায় দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেনো রাস্তায় নামতে না হয়। জনগণ কি চায় এই সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি তা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।
সারাবাংলা/এইচআই