Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সকালে মহাসড়কে ঝরল ৫ প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ০৯:০৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১২:৩৩

লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। হতাহতরা ঈদুল ফিতর উদযাপনের জন্য কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র সারাবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মিনিবাসের সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে চট্টগ্রামের সাতকানিয়া যাচ্ছিল।

লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। যাত্রীদের কয়েকজনের ভাষ্যে তিনি জানান, নিহতরা মিনিবাসের যাত্রী ছিলেন। তারা উখিয়ার কোটবাজার এলাকা থেকে ঈদুল ফিতর উদযাপনের জন্য গ্রামের বাড়িতে ফিরছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ ছাড়া, মারাত্মক আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সরানো হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

৫ প্রাণ দুর্ঘটনা বাস সংঘর্ষ সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর