Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৫ ১১:৫৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৪:১৬

ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছে। ছবি: সংগৃহীত

মিয়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে নিহতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। রোববার (৩০ মার্চ) পর্যন্ত এ সংখ্যা ১ হাজার ৭০০-তে পৌঁছেছে, যখন বিদেশি উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রবেশ করছে। হাসপাতালগুলো উপচে পড়ছে, আর কিছু এলাকায় সীমিত সম্পদ নিয়ে স্থানীয়রা নিজস্বভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।

সামরিক সরকারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জন আহত এবং ৩০০-র বেশি নিখোঁজ রয়েছে। সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিন দিন আগে তিনি আন্তর্জাতিক সাহায্যের জন্য বিরলভাবে আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

ভারত, চীন ও থাইল্যান্ডের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও রাশিয়া মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে মান্দালে ও সাগাইং-এর বাসিন্দারা জানিয়েছেন যে আন্তর্জাতিক সহায়তা এখনও তাদের কাছে পৌঁছায়নি। এসব এলাকায় খাদ্য, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন জানিয়েছে, ধ্বংসযজ্ঞ ব্যাপক এবং মানবিক সহায়তার চাহিদা প্রতি ঘণ্টায় বাড়ছে।

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা মিয়ানমারভিত্তিক মানবিক সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা দেবে। মার্কিন সংস্থা ইউএসএইড-এর একটি জরুরি উদ্ধার দলও পাঠানো হচ্ছে, যদিও সংস্থাটি ট্রাম্প প্রশাসনের অধীনে বড় ধরনের বাজেট কাটছাঁটের মুখে পড়েছে।

দেশজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো- সেতু, মহাসড়ক, বিমানবন্দর ও রেলপথ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টাকে ব্যাহত করছে। সংকটের এই মুহূর্তে মিয়ানমারের জনগণ আরও সহায়তার আশায় রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিহত ভূমিকম্প মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর