স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৩১ মার্চ ২০২৫ ২০:১৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২৩:০৩
পিরোজপুর: জেলার জিয়ানগরে (ইন্দুরকানী) ঈদ উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিতহ হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী মিম আক্তারও গুরুতর আহত হন।
জিয়ানগর (ইন্দুরকানী) থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মহিউদ্দিন তুহিন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে উপজেলার চন্ডিপুর ও জিয়ানগর (ইন্দুরকানী) সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সড়ক বাতির পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন অধিকারী বলেন, মহিউদ্দিন তুহিন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুক হোসেন বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম