Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
অভিষেকে অনন্য রেকর্ড মুম্বাইয়ের অশ্বিনীর

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৫ ০৯:২০

মুম্বাইয়ের অশ্বিনীর অনন্য কীর্তি

আইপিএলের নিলামে এবারই প্রথম দল পেয়েছিলেন তিনি। ২৩ বছর বয়সী অশ্বিনী কুমারকে মাত্র ৩০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন এই তরুণ পেসার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

নিজেদের মাঠে বোলিংয়ে নেমেই বিধ্বংসী রূপ ধারণ করেন অশ্বিনী। একে একে চার উইকেট নিয়ে কলকাতার ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। নিজের অভিষেক ম্যাচে শেষ পর্যন্ত ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন অশ্বিনী।

বিজ্ঞাপন

অশ্বিনীর বোলিং তোপে মাত্র ১১৬ রানে গুটিয়ে গেছে কলকাতা। এবারের আইপিএলে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর। এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুম্বাই। এটাই এই মৌসুমে তাদের প্রথম জয়।

আইপিএলের অভিষেকে ৪ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন অশ্বিনী। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলের অভিষেকে ৪ উইকেট নিলেন তিনি। ভারতীয় বোলারদের মাঝে অভিষেকে এটাই সেরা বোলিং ফিগার।

সব মিলিয়ে আইপিএলের অভিষেকে অশ্বিনীর এই বোলিং স্পেল সেরাদের তালিকার তৃতীয় স্থানে আছে। সবার উপরে আছেন অভিষেকে ১২ রানে ৬ উইকেট নেওয়া আলজারি জোসেফ। এর পরেই আছেন ১৭ রানে ৫ উইকেট নেওয়া অ্যান্ড্রু টাই।

সারাবাংলা/এফএম

অশ্বিনী কুমার আইপিএল ২০২৫ মুম্বাই ইন্ডিয়ানস