Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই কনস্টাস এবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৫ ১১:৪১

স্যাম কনস্টাস

নিজের অভিষেক টেস্টেই জাসপ্রীত বুমরাহকে অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বছরের শুরুতে হয়ে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির অন্যতম চমক ছিলেন তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাস। এবার সেই সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন তিনি। আগামী বছরের জন্য ঘোষিত ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন কনস্টাস।

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসেই আলো ছড়িয়েছেন কনস্টাস। তার আক্রমণাত্মক সেই ৬০ রানের ইনিংসই ঘুরিয়ে দিয়েছে সিরিজের গতিপথ। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহকে যেভাবে চার-ছক্কা মেরেছেন, সেটা রীতিমত অভাব করেছিল দর্শককে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ২৩ জন ক্রিকেটারকে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের মধ্যে আছেন কনস্টাসও। কনস্টাস ছাড়াও অস্ট্রেলিয়ার চুক্তিতে জায়গা করে নিয়েছেন আরও দুই নতুন মুখ। আছেন স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বেউ ওয়েবস্টার।

চোট কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তিন ফরম্যাটে না খেললেও চুক্তিতে আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার- প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি,  স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া কেন্দ্রীয় চুক্তি স্যাম কনস্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর