মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল
১ এপ্রিল ২০২৫ ১১:৩২ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৭
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। দেশটির সামরিক জান্তার বরাতে এএফপি জানিয়েছে, সোমবার (৩১ মার্চ) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬।
গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বিভিন্ন অঞ্চলে ভবন ধসে পড়েছে। চার দিন পরেও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের খবর আসছে, তবে দুর্গম এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই নাগরিক অস্থিরতা চলছিল, তার মধ্যে এই ভূমিকম্প পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জান্তার বিমান হামলার খবরও পাওয়া গেছে, যা দুর্যোগ মোকাবিলাকে আরও কঠিন করে তুলেছে।
পাশের দেশ থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে, বিশেষ করে রাজধানী ব্যাংককে। তবে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কেবল একটি বহুতল ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। থাই কর্তৃপক্ষ ভবনটির নির্মাণ ত্রুটি, নকশাগত সমস্যা বা পরিদর্শনে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে।
এদিকে, জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। সোমবার (৩১ মার্চ) পর্যন্ত চীন, রাশিয়া, ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধারকর্মী ও মানবিক সহায়তা পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশও সহায়তা করবে। তবে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি বৈদেশিক সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট করেছেন, যার ফলে মিয়ানমারের মতো দুর্যোগ পরিস্থিতিতে মার্কিন সহায়তা সীমিত হতে পারে।
সারাবাংলা/এনজে