Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিকে নিয়ে সিডনি সিক্সার্সের ‘এপ্রিল ফুল’!

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৫ ১২:৩৭

কোহলি ও স্মিথ

আজ সকালে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের এক পোস্টে সরগরম পুরো ক্রিকেট অঙ্গন। কখনোই বিগ ব্যাশে না খেলা বিরাট কোহলি সিডনি সিক্সার্সে যোগ দিচ্ছেন, এমন খবরে সরগরম ছিল পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে পুরো ব্যাপারটাই ছিল ‘এপ্রিল ফুল!’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একমাত্র আইপিএলেই দীর্ঘ সময় ধরে খেলছেন কোহলি। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে বেশ কয়েকবার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর সেখানে খেলা হয়নি তার। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ম করে, দেশের পুরুষ ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না।

বিজ্ঞাপন

বিগ ব্যাশের সফলতম দল সিডনি। সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজি। এই দলে খেলেন স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। এখন পর্যন্ত বিগ ব্যাশে না খেলা কোহলি প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন, এমন ঘোষণাই দিয়েছিল সিডনি।

সিডনি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল, দুই মৌসুমের জন্য তাদের সঙ্গে চুক্তি করেছেন কোহলি। মুহূর্তেই ভাইরাল হয় তাদের এই পোস্ট। প্রথমবারের মতো কোহলিকে বিগ ব্যাশে দেখতে পারবেন, এতে উচ্ছ্বসিত হন সমর্থকরাও।

তবে কিছুক্ষণ পরেই সিডনির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল এপ্রিল ফুল! এপ্রিলের প্রথম দিনে সবাইকে বোকা বানানোর ‘এপ্রিল ফুলের’ মজা নিতেই এমন পোস্ট করেছেন তারা।

সারাবাংলা/এফএম

এপ্রিল ফুল বিগ ব্যাশ বিরাট কোহলি সিডনি সিক্সার্স স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর