Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৭:৪০ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের কুশল বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফ্যাসিস্টের পতনের পর দেশে এখন দেশে নির্বাচনি হাওয়া বইছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ সবার মধ্যে আনন্দ–উচ্ছ্বাস বিরাজ করছে, উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সবাই গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন, তবে পুরোটা আসেনি। এখন নির্বাচনি হাওয়া দেখতে পাচ্ছেন। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘সবার মনে হচ্ছে, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এখানে যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, আজ মনে হচ্ছে, বাংলাদেশের মানুষ সেভাবে বহু বছর পর নির্বাচনের সে আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে।’

কিন্তু একটি শক্তি ক্ষমতায় থাকার নতুন পথ খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি, এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘১৬–১৭ বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি, সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ–সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে। সুতরাং আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এভাবে রাখতে হবে।’

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে ঈদের কুশল বিনিময়ের আয়োজন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে ওঠে বিএনপির এ শীর্ষ নেতার বাসভবন। নেতাকর্মীদের পরোটা-গোশতসহ নানা পদের রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার আমীর খসরু মাহমুদ চৌধুরীর আয়োজনে বিপুল নেতাকর্মীর সরব উপস্থিতি এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর