Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসের ধাক্কায় স্কুল গার্ড নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৮:১২ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:৪৬

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসাবো স্কুল অ্যান্ড কলেজের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে মো. শাকিল বলেন, ‘আমার বাবা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মীর দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন। মতিঝিলে বিআরটিসি কাউন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন আমার বাবা। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন এই ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

বাস ধাক্কায় নিহত মতিঝিল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর