মতিঝিলে ছাদ থেকে পড়ে পাঠাও চালকের মৃত্যু
১ এপ্রিল ২০২৫ ১৮:২৪
ঢাকা: রাজধানীর মতিঝিলে একটি বাসার ছয়তলার ছাদ থেকে পড়ে রিপন (২৫) নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিল থানার আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আপন ভাই আব্দুর রহমান বলেন, ‘আমার ভাই পেশায় একজন পাঠাও চালক। মতিঝিল আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে আমার ফুফাতো ভাইয়ের বাসা। সেখানে আজ সে বেড়াতে গিয়েছিল। পরে ওই বাসার ছয়তলার ছাদ থেকে হঠাৎ পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম