গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার
১ এপ্রিল ২০২৫ ১৮:৩৯
গাইবান্ধা: গাইবান্ধায় আন্না বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আন্না বেগম তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম ওরফে লাল বাবুর স্ত্রী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রূপচান্দ আলীর মেয়ে। তার দুইটি কন্যা সন্তান আছে।
স্বামী সৌদী প্রবাসী লাল বাবু তিন মাস আগে বাড়ি আসেন। দেশে আসার পরে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ওই নারীকে নিয়ে অবাধে চলাফেরা করতে থাকেন তিনি। এ নিয়ে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে আজ (মঙ্গলবার) নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আন্না বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের ভাই মতিয়ার রহমান। তিনি তার ভগ্নিপতি বাবুসহ পরিবারের তিন জনকে আসামি করে মামলা করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ