নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
১ এপ্রিল ২০২৫ ২০:০১
নরসিংদী: নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন মিনিবাস যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত শিশুর নাম এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে, নিহত শিশুটি পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, পুরিন্দা থেকে নরসিংদীগামী মিনিবাসটি রাইনাদী এলাকায় পৌছলে নারায়ণগঞ্জগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় মিনিবাসের চালকসক অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির নাম পরিচয় সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
সারাবাংলা/এসডব্লিউ