লোহাগাড়ায় ফের সড়কে ঝরল ৯ প্রাণ
২ এপ্রিল ২০২৫ ০৯:৫০ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১২:৫০
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের চাপায় মাইক্রোবাসের নয় জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। পরে সকাল ১০ টার দিকে একজনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথে আরও একজনের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে সড়কে রাখা হচ্ছে। ছবি: সারাবাংলা
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রূদ্র সারাবাংলাকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় জন পুরুষ, দুই জন নারী ও একজন মেয়েশিশু।
মাইক্রোবাসে মোট ১০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে নয় জন মারা গেছেন। দুই জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের টিম।
একইস্থানে গত সোমবার ঈদুল ফিতরের দিন সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিল।
সারাবাংলা/আরডি/এমপি