বসতঘর থেকে গৃহবধূ নিখোঁজ, পরিবারের সন্দেহ হত্যা
২ এপ্রিল ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২০:৫৬
পটুয়াখালী: জেলার কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আঁখি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ঘটনার পর ঘরের মেঝেসহ বিভিন্নস্থানে ছোপ ছোপ রক্তে দেখে হত্যার সন্দেহ করছেন পরিবার।
বুধবার (২ এপ্রিল) বিকেলে এ প্রতিবেন লেখা পর্যন্ত গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম চাকামাইয়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষ্যে আঁখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিলো। বাড়িতে আত্মীয়-স্বজন থাকায় দুই মেয়ে নিয়ে আঁখির স্বামী আলমগীর বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যায়। আঁখি তাদের ঘরে ননদ নাসিমা বেগমের সঙ্গে একই কক্ষে ঘুমান। রাত দুইটার দিকে নাসিমা আঁখিকে না দেখে খোঁজাখুজি শুরু করেন। পরে ঘরের মেঝেসহ বিভিন্নস্থানে ছোপ ছোপ রক্তে দেখেন।
বসতঘরে রক্ত দেখে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন নিখোঁজ গৃহবধূর বাবা আলমগীর হোসেন হাওলাদারসহ পরিবারের সদস্যরা।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের তদন্ত চলছে।
সারাবাংলা/এসআর