উপজেলা ছাত্রদল সভাপতিকে প্রকাশ্যে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার
২ এপ্রিল ২০২৫ ১৯:০১
সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে প্রকাশ্যে মারধর করার অভিযোগে ছাত্রদল নেতা রাকাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকাব উদ্দিন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
জানা যায়, রাজনৈতিক বিরোধিতার জেরে গত ৩০ মার্চ রোববার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজারে ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামল হোসেনকে প্রকাশ্যে মারধর করে রাকাব উদ্দিন। এ সময় শ্যামলের নাক মুখ দিয়ে রক্ত বের হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাকাব উদ্দিনকে ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ
উপজেলা ছাত্রদল সভাপতিকে প্রকাশ্যে মারধর ছাত্রদল নেতা বহিষ্কার