Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের শিশুকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ নারীর, পরে ২ জনেরই মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ২০:৫১

প্রতীকী ছবি

বাগেরহাট: জেলার রামপালে পুকুরের পানিতে ডুবে এক শিশু ও এক নারী মারা গেছেন। নিহত শিশুর বয়স সাত বছর। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের বিপ্লব অধিকারীর ছেলে।

স্থানীয়রা জানান, অসাবধানবশত শিশুটি নিজেদের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ গ্রাম থেকে বেড়াতে আসা সুকুমার অধিকারীর স্ত্রী গীতা রানী (৪৫) ওই শিশুকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। পুকুর গভীর থাকায় গীতা রানীও পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায় তাদের। ওই চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার কথা জানালে পরিবারের সদস্যরা তাদের খুমেক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ডু্বে নারী পানি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর