বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ৯ নম্বরে ঢাকা
৩ এপ্রিল ২০২৫ ১৩:২৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৮:০২
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা ছেড়েছে কয়েক লাখ মানুষ। ফলে রাজধানীর সড়কগুলোতে যেমন গাড়ির চাপ কম তেমন কম মানুষের চলাচল। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের রাজধানীর বায়ুদূষণ তেমন কমছেনা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৯ নম্বরে ঢাকার অবস্থান। শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে বায়ূদূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ৯ নম্বরে। ঢাকার স্কোর ১৪২, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। অর্থাৎ শিশু, বৃদ্ধ ও শ্বাসতন্ত্রের রোগ আছে এমন মানুষের জন্য আজ ঢাকার বাতাস ক্ষতিকর।
৪৩১ স্কোর নিয়ে বায়ুদূষণে বিপর্যয়ের মুখে ইরাকের রাজধানী বাগদাদ। গত ছয় মাসে এটিই সর্বোচ্চ স্কোর প্রকাশ করলো আইকিইআই। এর ৩৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কাঠমান্ডু, ২০৩ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লির অবস্থান তৃতীয়, ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে লাহোর, ১৬৬ স্কোর নিয়ে একই অবস্থানে ভারতের মুম্বাই শহর।
একটা শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার লাইভ সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠান মানদন্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ু মান ভাল বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ স্কোর পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। আর ৩০১ এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
সারাবাংলা/জেআর/এনজে