Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৯:১১

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

যশোর: যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা, ছোট মেয়ে ও এক পথচারী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন- খুলনা মুজগুন্নী এলাকার রুবেল হোসেন (৩২) ও তার ১০ বছরের মেয়ে ঐশী।

আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) এবং পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার ওসমান (১৯)। রুবেল মোটর সাইকেলে শার্শার বাহিলাপোতায় শ্বশুরবাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ রোকোনুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শার্শার বহিলাপোতা গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তায়েবা।

এ সময় বাসটি দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে পথচারী ওসমান (১৯) কে ধাক্কা দেয়, তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এনজে

আহত নিহত বাস ধাক্কা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর