ইউপিডিএফ সদস্যদের পরিবারের সদস্য অপহরণের ঘটনায় নিন্দা প্রকাশ
৪ এপ্রিল ২০২৫ ০৯:৩৫
খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমার ভাই ও আরেক ইউপিডিএফ সদস্য জুনান চাকমার বাবাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। এর আগে বুধবার (২ এপ্রিল) ও বৃহস্পতিবার অপহরণের ঘটনা ঘটে।
বিবৃতিতে তিনি সন্তু গ্রুপ কর্তৃক সংঘটিত অপহরণের ঘটনা তুলে ধরে বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার সময় সন্তু গ্রুপের ২০/২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ির ধুধুকছড়া বাজারে হানা দিয়ে নিজ দোকান থেকে ইউপিডিএফ নেতা নতূন কুমার চাকমার ছোট ভাই উত্তম কুমার চাকমা(৫৫) কে অপহরণ করে নিয়ে যায়।
এর আগে বুধবার সকালে একই সন্ত্রাসীরা উত্তর ধুধুকছড়া গ্রাম থেকে ইউপিডিএফ সদস্য জুনান চাকমার পিতা লক্ষী চাকমা (৬০) কে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য তপন চাকমার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়।
অংগ্য মারমা বিবৃতিতে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈ-সা-বি’র প্রাক্কালে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা এখন ইউপিডিএফের নেতা-কর্মীদের পরিবার ও আত্মীয়-স্বজনের ওপর আঘাত করছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। জনগণকে অবিলম্বে এই সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উপরন্তু রাষ্ট্রীয় একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সন্তু গ্রুপের সন্ত্রাসীদের নানা সহযোগিতা দিয়ে যাচ্ছে।
ইউপিডিএফ নেতা অবিলম্বে অপহৃতদের উদ্ধারপূর্বক অপহরণকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি খুন, অপহরণের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে সন্তু গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জেএসএস সন্তু গ্রুপ