খুলনা: খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মহানগরীর শামসুর রহমান রোডে রাত ১টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।