চট্টগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২২:৪২
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২২:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ফারিহা জান্নাত (৮) ও তানজীমুল হাসান (৭) একই গ্রামের নতুনপাড়া এলাকার হাসান পারভেজের সন্তান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে জানান, বুধবার (২ এপ্রিল) ওই দুই শিশু তাদের মায়ের সঙ্গে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার দুপুরে তারা তাদের মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে মায়ের অজান্তেই তারা পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/আইসি/এমপি