Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ পরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০৮:৩১

ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

নোয়াখালী: ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে পাঁচটি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে জেলার সোনাইমুড়ীতে এঅভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে বাসের টিকিট কিনতে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে এমন অভিযোগ পান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ অভিযান পরিচালনা করে এর সত্যতা পান। তারপর লাল সবুজ পরিবহন, হিমাচল পরিবহন, নীলাচল পরিবহন,একুশে পরিবহন ও স্বাধীন বাংলা পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া যাত্রীদের নিকট হ‌তে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়। সেই সঙ্গে বাস চালকদের গতিসীমা ও নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অভিযান অব্যাহত রয়েছে।

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন ও আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

জরিমানা বাস ভাড়া যাত্রী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর