রাশিয়ার হামলায় জেলেনস্কির শহরে শিশুসহ নিহত ১৮
৫ এপ্রিল ২০২৫ ১০:১০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১২:৪২
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবারের (৪ এপ্রিল) এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।
প্রেসিডেন্ট জেলেনস্কি তার রাতের ভাষণে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেকেই আহত হয়েছেন, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের পাশে শিশুদের খেলার মাঠ আঘাত হানে।’
জেলেনস্কি আরও জানান, একই দিনে খেরসন অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রেও ড্রোন হামলা চালায় রাশিয়া। তিনি বলেন, ‘এই ধরনের হামলা কাকতালীয় নয়, রুশ বাহিনী জানে এটি একটি জ্বালানি স্থাপনা। রাশিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্রকে, তার বিপরীত আচরণ করছে তারা।’
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় দাবি করেছে, তারা একটি উচ্চ-নির্ভুল বিস্ফোরক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় ও পশ্চিমা কর্মকর্তাদের এক বৈঠকের স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বার্তায় আরও বলা হয়, এই হামলায় ৮৫ জন ইউক্রেনীয় ও বিদেশি কর্মকর্তা এবং প্রায় ২০টি যানবাহন ধ্বংস হয়েছে।
সারাবাংলা/এনজে