Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৮:২৯

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি জুতা তৈরির কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর ইপিজেড মোড়ে রাস্তার দুপাশে প্রায়ই আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলাইমান সারাবাংলাকে জানান, এক্সেল শো নামে একটি প্রতিষ্ঠান তাদের ৪০ শ্রমিককে চাকরি থেকে অব্যহতি দিয়েছেন। মালিকপক্ষের অভিযোগ, ওই শ্রমিকরা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে পালন করতেন না। কেউ কিছু বললে উলটো দুর্ব্যবহার করতেন। তাদের সকল পাওনা মিটিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘২০ মিনিটের মতো শ্রমিকরা রাস্তায় ছিলেন। পরে আইনশৃঙ্খলা সদস্যরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পেয়ে তারা রাস্তা ছাড়েন। এ বিষয়ে আমরা ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে কথা বলছি। দ্রুতই এর একটি সমাধান হবে বলে আশা করছি।’

সারাবাংলা/আইসি/এইচআই

চট্টগ্রাম শিল্প পুলিশ শ্রমিক শ্রমিকদের সড়ক অবরোধ সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর