Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৭:০১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:২৯

প্রধান উপদেষ্টার সঙ্গে ও মিয়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং। ছবি: বাসস

ঢাকা: মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় তা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, অধ্যাপক ইউনূস ২৮শে মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। সাক্ষাৎকালে দুর্যোগের প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত।

মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নেতার সঙ্গে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

সারাবাংলা/ইউজে/এমপি

প্রধান উপদেষ্টা. ড. ইউনূস মিয়ানমার প্রধানমন্ত্রী সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর