নোয়াখালীতে ধর্ষণের শিকার জমজ ২ শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২০:২৯
নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার সাত বছরের জমজ দুই বোনের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ষণ মামলায় আইনি সহায়তাসহ ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নোয়াখালী জেলা আইনজীবী ফোরামের সদস্যসচিব আইনজীবী নুরুল আমিন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ মার্চ উপজেলার একটি গ্রামে ৭ বছর বয়সি জমজ দুই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকাশিত সংবাদ তারেক রহমানের নজরে আসলে তিনি ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা প্রদানের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে নির্দেশ দেন। পরে নোয়াখালী জেলা আইনজীবী ফোরামের পক্ষ থেকে সাত সদস্য বিশিষ্ট একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানসহ সব ধরনের সহায়তার বিষয়ে আশ্বস্ত করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আবদুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোনাক্কের বাহার।
এর আগে, ২৫ মার্চ ওই দুই যমজ বোন বাড়ির পাশে খেলছিল। সেই সময় তাদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একই এলাকার ১৬ বছরের এক কিশোর এক বোনকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে অন্য বোনটি বুঝতে পেরে মাকে গিয়ে ঘটনাটি বলে। পরে মা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনার দুই দিন আগে ওই কিশোর অন্য বোনের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছে বলে মামলায় বলা হয়েছে। পরে ৩০ মার্চ এলাকাবাসী ওই কিশোরকে আটক করে পুলিশে দেয়। কিশোরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সংশোধনাগারে পাঠায় আদালত। পরদিন ভুক্তভোগী দুই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
সারাবাংলা/ইআ