Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ‘অনলাইন জুয়া’ প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৪

পঞ্চগড়: অনলাইন জুয়া প্রতিরোধে পঞ্চগড়ে অনলাইন জুয়া প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জুয়া সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই এই সংগঠনের আত্মপ্রকাশ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের লিচুতলা এলাকার একটি রেস্টুরেন্টে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এফএম তানজিরুল ইসলামকে আহ্বায়ক ও অ্যাডভোকোট এম কে মিলনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে ৭ সদস্যের উপদেষ্টা কমিটিও করা হয়।

পরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নব গঠিত অনলাইন জুয়া বিরোধী কমিটির আহ্বায়ক এএফএম তানজিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেনে কমিটির উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলার সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ্ব একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রুবেল পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর স্বত্বাধিকারী মনির হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু প্রমুখ।

জানা যায়, অনলাইন জুয়ার ভয়ংকর প্রতারণার ফাঁদে পড়ে তরুণ সমাজকে নিঃস্ব হওয়া থেকে বাচাঁতে, সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইন জুয়া বিরোধী কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চগড় জেলার সর্বত্র অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার। এমন পরিস্থিতিতে সচেতন মহল উদ্বেগে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

অনলাইন জুয়া পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর