ছাতকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র জব্দ
৫ এপ্রিল ২০২৫ ২০:২৭
সুনামগঞ্জ: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনীর একটি টহল টিম।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেনা টহল টিম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও এলাকার তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে।
এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বাড়ির মালিক আছকন্দর আলীর ছেলে মো. তুরণ মিয়া।
জব্দ দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, নগদ ১ লাখ ৭ হাজার ৮০০ টাকা, তিনটি ছুরি, একটি ল্যাপটপ, বাইনো একটি, বাটন মোবাইল তিনটি, এটিএম কার্ড ১৩টি, পাসপোর্ট দুইটি, মাটুল একটি, রামদা পাঁচটি, টেটা দুটি।
বিষয়টি নিশ্চিত করে মেজর আল জাবির মোহাম্মদ আসিফ বলেন, জব্দ অস্ত্র, টাকা ও মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমপি