Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভাঙায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ২২:৫১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২৩:৫৮

ঢাকা: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম মানিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানায় ঢাকা মহানরগ উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাক।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সারাবাংলা/এজেড/এসআর

ঢাকা মহানগর (উত্তর) বিএনপি বিএনপি বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর