আজও ঢাকামুখী মানুষের ঢল
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৮
ঢাকা: সকাল থেকে যে কয়টি ট্রেন কমলাপুর স্টেশনে থেমেছে, প্রতিটি ট্রেন ভর্তি যাত্রী। প্লাটফর্মে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই দ্রুত নেমে যাচ্ছেন যাত্রীরা। চাকরিজীবীদের কাজে যোগ দেওয়ার তাড়া। কেউ কেউ স্টেশন থেকেই সরাসরি চলে যাচ্ছেন অফিসে। তারা বলছেন, স্বজনদের সঙ্গে কিছু সময় বেশি থাকার জন্য রাতের ট্রেনে উঠেছেন।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর স্টেশনে দেখা গেছে শনিবারের মতো এদিনও ঢাকামুখী যাত্রীদের ভিড়।
বেশী দূরত্বের ট্রেনগুলোর চেয়েও ভিড় দেখা গেলো কম দূরত্বের ট্রেনে। যেমন গাজীপুর, নেত্রকোনা রুটের ট্রেনগুলোতে প্রচুর ভিড় দেখা গেছে।
মহানগর এক্সপ্রেসের যাত্রী মো. আলিফ হাসান বলেন, শনিবার (৫ এপ্রিল) সকালের দিকে কোনো ট্রেনের টিকিট না পাওয়াতে রাতের ট্রেনে উঠতে হয়েছে। বাসা যাত্রাবাড়ি এখন বাসায় গিয়ে অফিসে পৌঁছানো কঠিন। সেজন্য স্টেশন থেকে অফিসে চলে যাবো।’
একই ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘পরিবারের সঙ্গে একটু বাড়তি সময় কাটাতেই সকালে পৌঁছাতে হলো। স্ত্রী সন্তানদের বাড়িতে রেখে এসেছি কাজে যোগ দিতে হবে বলে।’
গাজীপুরের যাত্রী ফাহাদ বলেন, ‘গাজীপুর থেকে এখানে অনেকেই অফিস করেন। যদিও আমি ঢাকাতেই থাকি। কাছে বলে কাল আসিনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে যে সকল ট্রেন ঢাকায় পৌঁছেছে তা সময় মত পৌঁছেছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহ ধরেই এমন আসা যাওয়ার ভিড় থাকবে। পরের সপ্তাহ থেকে ঈদের আমেজ কমে যাবে। ফিরে আসার পাশাপাশি এখনো মানুষ ঢাকা ছাড়ছেন।
চট্টগ্রাম যাওয়ার যাত্রী মাকসুদা জানান, তার শ্বশুড় বাড়ি ও বাবার বাড়ির লোকজন ঢাকাতে থাকেন। তিনি ঈদের পরে তার বোনের বাড়ি চট্টগ্রামে যাচ্ছেন।
পেশায় ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, ‘ঈদের পর পরই তো কাস্টমার আসবে না। সেজন্য বরাবর এমন একটা ট্যুর রাখি। আত্মীয়দের বাড়ি বেড়াই।’
এবার ঈদ উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটি চার দিন সঙ্গে নির্বাহী আদেশে একদিন মিলিয়ে কর্মজীবীরা টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। যা শেষ হয়ে গেছে শনিবার (৫ এপ্রিল)। আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলে যাচ্ছে অফিস আদালত।
সারাবাংলা/জেআর/এমপি