Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুকরেমা রেজার মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১০:৪০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৮

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুরেমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান।

শোকবার্তায় বিএনপির তারেক রহমান বলেন, ‘এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীর মা হিসেবে তিনি গভীর মাতৃত্ব ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।’

শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারেকর রহমান।

পৃথক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মেধা ও শ্রম দিয়ে তিনি তার সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপরায়ন ও পরোপকারী হিসেবে মরহুমা এসইউএফ মুকরেমা রেজা প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।’

শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুকরেমা রেজা রোববার (৬ এপ্রিল) ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সারাবাংলা/এজেড/এমপি

তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর