Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও নতুন ভোটার হচ্ছেন ৬০ লাখ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১২:১৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৮

বাংলাদেশ নির্বাচন কমিশন

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৬০ লাখ ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। সেই সাথে ভোটার তালিকা থেকে সাড়ে ২০ লাখ ভোটারও বাদ দেওয়া হতে পারে।

‎সম্প্রতি মাঠ পর্যায় থেকে আসা তথ্য একীভূত করে প্রতিবেদন তৈরি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি)।

‎‎জানা গেছে, এ পর্যন্ত মোট ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ভোটার রয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার রয়েছে ১ হাজার ৫৫ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন।

‎এ ছাড়া মারা যাওয়ায় ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যার মধ্যে পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী মৃত ভোটার বাদ যাবে ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৫৭৩ জন।

‎সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।‎

‎সারাবাংলা/এনএল/এমপি

নতুন ভোটার ভোটার তালিকা হালনাগাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর