Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৪:৩৮

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল – (ফাইল ছবি)

ঢাকা: অর্থ আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রয় করতো ইভ্যালি। এতে আকৃষ্ট হয়ে তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম। যার মূল্য পরিশোধ করেন তিনি। কিন্তু ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

পরে ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন ফাহিম। একপর্যায়ে পাঁচ লাখ টাকার চেক দেয় কর্তৃপক্ষ। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে চেকটি ব্যাংকে জমা দেননি তিনি।

পরবর্তীতে টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন ফাহিম। তবে তাকে কোনো টাকা ফেরত দেননি আসামিরা। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি।

এ ঘটনায় গত বছরের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এর আগে গত ২৯ জানুয়ারি রাসেল ও শামীমাকে প্রতারণার মামলায় দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/আরএস

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে চোর আটক
৭ এপ্রিল ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর